পুতিনকে যে আশাবাদ জানালেন জিনপিং


, আপডেট করা হয়েছে : 16-06-2022

পুতিনকে যে আশাবাদ জানালেন জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বুধবার ফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি ইউক্রেন নিয়ে চলমান পরিস্থিতি সমাধানে সহায়তা করার আশাবাদ পুনর্ব্যক্ত করেছেন। 

চীনের রাষ্ট্রীয়  সম্প্রচার মাধ্যম সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফোনে জিনপিং পুতিনকে বলেন, সব পক্ষের উচিত ইউক্রেনের সংকট ‘দায়িত্বপূর্ণভাবে’ সমাধানের জন্য কাজ করা। 

পশ্চিমা রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে দিলেও ইউক্রেন আগ্রাসনের জন্য মস্কোর নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে বেইজিং। বরাবরই আলোচনার মাধ্যমে চলমান সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছে চীন। 

সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং রাশিয়ার সম্পর্ক আরও জোরদার হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন আগ্রাসন  ‍শুরুর আগে যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক প্রভাব মোকাবেলার লক্ষ্যে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব স্বাক্ষর করেছেন পুতিন ও জিনপিং। 


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার