চাঁপাইনবাবগঞ্জ-২আসনে জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন


, আপডেট করা হয়েছে : 21-11-2023

চাঁপাইনবাবগঞ্জ-২আসনে জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

আসন্ন দ্বাদশ জাতীয়  সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দীতা করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একাদশ জাতীয় সংসদের চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য জিয়াউর রহমান।

মঙ্গলবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও  গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যার নিকট হতে  তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন রহনপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  ও সাবেক পৌর কাউন্সিলর জাহিদ হাসান মুক্তা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার