রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ


, আপডেট করা হয়েছে : 28-11-2023

রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন।


নগরভবন থেকে গ্রেটার রোড, বর্ণালীর মোড়, রাজীব চত্বর, ঐতিহ্যচত্ত্বর, বিভাগীয় গণগ্রন্থাগার, মেডিকেল জরুরী গেট, লক্ষ্মীপুর মোড়, সিএন্ডবি মোড়, ফায়ার সার্ভিস মোড়, সোনাদিঘী মোড়, গণকপাড়া মোড় পর্যন্ত রাস্তা ফুটপাতে গড়ে ওঠা সকল প্রকার অবৈধ স্থাপনা নির্মাণকারীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়। অভিযানে গণগ্রস্থাগার ও মেডিকেল জরুরী গেটের সামনে প্রায় ৩০টা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উল্লেখ্য, অভিযানে জব্দকৃত ১টি জেনারেটর নগর ভবনের নির্দিষ্ট স্থানে রাখা হয়েছে।


এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার