বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের বিরোদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ


নওগাঁ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 17-06-2022

বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের বিরোদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ

নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের বিরোদ্ধে নারী উদ্যোক্তা যৌন হয়রানির লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সুত্রে জানা যায় উপজেলা মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মোবাইলে মেসেস ও চিঠির দ্বাড়ায় কু-

প্রস্তাব দিয়ে আসিতেছে। প্রস্তাবে রাজী না হলে তার ব্যবহারিক মোবাইল ফোন কেড়ে নেয় চেয়ারম্যান মাসুদ রানা। জাকিয়া সুলতানা বলেন এসব কারণে আমার স্বামীর সংঙ্গে বিয়ে বিচ্ছেদ ঘটনা ঘটে।


এবং আমার ২টি জমজ মেয়ে রয়েছে তাদের নিয়ে আমি অতি কষ্টে দিন

যাপন করছি। নির্যাতনের পর থেকে সমাজের কিছু লোক জনের কাছে

গিয়ে কোন ফল না পেয়ে অবশেষে গত ১৩জুন জাকিয়া সুলতানা সুষ্ট

বিচার চেয়ে মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদের বিরুদ্ধে নওগাঁ

জেলা প্রসাশক ও বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত

অভিযোগ দাখিল করে।এব্যপারে মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা

বলেন আমি তার সংঙ্গে প্রায় ১বছর যাবৎ কোন যোগাযোগ করিনি।


তিনি বলেন ইউনিয়ন পরিষদের আরো সদস্য রয়েছে আপনারা কথা বলে

জানতে পারেন। উক্ত পরিষদের সদস্য ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন

ইতি পূর্বে আমি শুনেছি চেয়ারম্যানের স্ত্রী যখন বাড়ী থাকেনা

জাকিয়াকে তার বাসায়া আসতে বলে। সফিকুল ইসলাম বাবু বলেন

মেয়েটির কখনো কোন খারাপ কিছু দেখিনি বরণ মাসুদ তাকে উত্তক্ত

করার কথা শুনেছি। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মঞ্জু চৌধুরী

বলেন আমি অনেক আগে জেনেছি মাসুদ জাকিয়াকে বিভিন্ন ভাবে

কু-প্রস্তাব দিয়ে আসছিল আমরা মেয়েটির কখনো খারাপ কিছু চক্ষে

দেখিনি। সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী বলেন আমি

১০বছর চেয়ারম্যান থাকা কালিন সময়ে তার চারিত্রিক খারাপ কিছু

দেখিনি। উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বলেন গত

১৩জুন মথুরাপুর চেয়ারম্যান মাসুদ রানার বিরুদ্ধে একটি অভিাযোগ

পেয়েছি আমি বিষয়টি দেখবো।#


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার