এটা তাদেরই বেশি ক্ষতি করবে: পুতিন


, আপডেট করা হয়েছে : 17-06-2022

এটা তাদেরই বেশি ক্ষতি করবে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নিষেধাজ্ঞা তাদেরই বেশি ক্ষতি করবে যারা এটা আরোপ করেছে। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে পুতিন এ কথা বলেন। 

তিনি বলেন,  রাশিয়ার উপর নিষেধাজ্ঞার কারণে ইউরোপীয় ইউনিয়ন ৪০০ বিলিয়ন ক্ষতি হতে পারে। 

পুতিন আরও বলেন, ইউক্রেনের যুদ্ধের প্রতিক্রিয়ায় ইইউ তার ‘রাজনৈতিক সার্বভৌমত্ব’ হারিয়েছে।

তিনি বলেন, ইইউয়ের সদস্য দেশগুলোতে মুদ্রাস্ফীতি বাড়ছে। নিষেধাজ্ঞার ফলে বৈষম্য বাড়বে বলেও জানিয়েছেন তিনি। 

এ সময় ইউরোপের মানুষের প্রকৃত স্বার্থ পাশ কাটানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। 


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার