দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: দ্বিতীয় দিনে ১৪১ প্রার্থীর আপিল


, আপডেট করা হয়েছে : 06-12-2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: দ্বিতীয় দিনে ১৪১ প্রার্থীর আপিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনে ১৪১ জন প্রার্থী আপিল আবেদন করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার। আজ বুধবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।


তিনি বলেন, দ্বিতীয় দিন ১৪১ জন প্রার্থী ইসিতে আপিল করেছেন। গতকাল করেছিলেন ৪২ জন।  দুই দিনে মোট ১৮৩ জন প্রার্থী আপিল করলেন।


জানা গেছে, আজ ঢাকা অঞ্চলে ২৩ জন, কুমিল্লার ১৬, চট্টগ্রামের ৯, ফরিদপুরের ৬, সিলেটের ৪, ময়মনসিংহের ১৯, বরিশালের ৬,  খুলনার ১৮, রাজশাহীর ২৬ ও রংপুর অঞ্চলের ১৪ জন প্রার্থী আপিল আবেদন করেছেন।


প্রথম দিন আপিল করলেন ৪২ প্রার্থীপ্রথম দিন আপিল করলেন ৪২ প্রার্থী

গতকাল মঙ্গলবার থেকে আপিল গ্রহণ শুরু করেছে কমিশন। আপিল গ্রহণ চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে কমিশন। 


ইসি জানায়, এবার মনোনয়ন জমা পড়েছে ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ে ৭৩১ জনের মনোনয়ন বাতিল হয়েছে। আর বৈধ হয়েছে ১ হাজার ৯৮৫টি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার