মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু


, আপডেট করা হয়েছে : 07-12-2023

মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


মারা যাওয়া আবুল খায়েরের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। বর্তমানে কল্যাণপুরে একটি মেসে থাকতেন। মহাখালী এবিএন সিএনজি পাম্পের ইঞ্জিনিয়ার ছিলেন তিনি।

ডা. তরিকুল ইসলাম জানান, আবুল খায়ের গাজীর শ্বাসনালিসহ শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ছাড়া ভর্তি মাসুমের ৬০ শতাংশ, রানার ৫, মামুনের ৫, জীবনের ৮, কামালের ১৫, সালাউদ্দিনের ৬৫ ও আমির হোসেনের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। এর মধ্যে মাসুম, আমির, সালাউদ্দিন ও কামাল আবেদীন আইসিইউতে আছেন। তাদের সবার অবস্থা গুরুতর।

এবিএন সিএনজি পাম্পের ম্যানেজার মো. শহিদুল ইসলাম জানান, রয়েল পাম্পে আগুন লাগলে সেখানে এগিয়ে যান খায়ের। আগুন নেভানোর সময় আরও একটি বিস্ফোরণ হয়। তখন তিনি দগ্ধ হন।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার