বিশ্বরেকর্ড গড়া ম্যাচে ইংল্যান্ডের বিশাল জয়


, আপডেট করা হয়েছে : 18-06-2022

বিশ্বরেকর্ড গড়া ম্যাচে ইংল্যান্ডের বিশাল জয়

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রান করার নতুন বিশ্বরেকর্ড গড়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। 

শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে ভিআরএ ক্রিকেট গ্রাউন্ডে তিন ম্যাচের সিরিজের প্রথম খেলায় টস হেরে আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে রেকর্ড ৪৯৮ রান করে ইংল্যান্ড। 

এর আগে ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক ছিল এই ইংল্যান্ড। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নটিংহ্যামশায়ারে ৬ উইকেট হারিয়ে ৪৮১ রান করেছিল ইংলিশরা। 

শুক্রবার নিজেদের আগের রেকর্ড ভেঙ্গে নতুন ইতিহাস গড়ার পথে তিন ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার, ডেভিড মালান এবং ফিল সল্ট সেঞ্চুরি হাঁকান।

মাত্র ৭০ বলে ৭টি চার আর ১৪টি ছক্কার সাহায্যে ১৬২ রানের লড়াকু ইনিংস খেলেন জস বাটলার।  ১০৯ বলে ৯টি চার আর তিন ছক্কায় ১২৫ রান করেন ডেভিড মালান।  ৯৩ বলে ১৪টি চার আর তিন ছক্কায় ১২২রান করেন ফিল সল্ট। ২২ বলে ৬টি চার আর ৬টি ছক্কায় ৬৬ রান করেন লিয়াম লিভিংস্টন। 

ইংল্যান্ডের রেকর্ড গড়ার দিনে বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৪৯.৪ ওভারে ২৬৬ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করে অপরাজিত থাকেন স্কট এডোয়ার্ডস।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার