ভারতে আসছেন না বাইডেন


, আপডেট করা হয়েছে : 13-12-2023

ভারতে আসছেন না বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসছেন না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।  খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। 


মঙ্গলবার এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার কথা ছিল বাইডেনের। 


এ ছাড়া জানুয়ারি মাসেই রাজধানী নয়াদিল্লিতে কোয়াড শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা চলছিল। বাইডেন যখন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসবেন তখনই এই চতুর্দেশীয় নিরাপত্তা সংগঠনের পরবর্তী শীর্ষ সম্মেলন আয়োজন করার কথা ছিল। কোয়াডে আছে ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। 

কিন্তু, এখন বাইডেন সফর বাতিল করায় সেই শীর্ষ সম্মেলনও স্থগিত হয়ে গেছে। 


সূত্র জানিয়েছে, ২০২৪ সালের অন্য কোনো সময় এই সম্মেলনের প্রস্তাব রাখা হয়েছে। তবে ঠিক কী কারণে বাইডেন আসতে পারছেন না তা স্পষ্ট করা হয়নি।

চলাকালীনই কোয়াড নেতাদের বৈঠকে ঠিক হয়েছিল যে, পরবর্তী শীর্ষ সম্মেলন আয়োজন করবে ভারত।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার