অবশেষে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়


, আপডেট করা হয়েছে : 16-12-2023

অবশেষে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সকালে বিমান হামলা বিরতির সময়সীমা শেষ হওয়ার কিছু আগে তা আরও ছয় ঘণ্টা বাড়াতে জাতিসংঘের প্রতিনিধি জন কেলির মাধ্যমে বার্তা পাঠান মেজর জেনারেল রাও ফরমান আলী। সেই সঙ্গে ভারতীয় সামরিক কর্তৃপক্ষকে একজন স্টাফ অফিসার পাঠানোর জন্য অনুরোধ করেন, যাতে অস্ত্র সমর্পণের আয়োজন ঠিক করা সম্ভব হয়। এর কিছু আগেই অবশ্য ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের ডিভিশনাল কমান্ডার মেজর জেনারেল গন্ধর্ব সিং নাগরা তাঁর বাহিনী নিয়ে হাজির হয়েছিলেন মিরপুর ব্রিজের কাছে। সেখান থেকেই তিনি পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লে. জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজিকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে একটি বার্তা পাঠান। সকাল ৯টায় সেই বার্তা নিয়ে নাগরার এডিসি ক্যাপ্টেন হিতেশ মেহতা ও ২ প্যারা ব্যাটালিয়নের কমান্ডার ক্যাপ্টেন নির্ভয় শর্মা সাদা পতাকা উড়িয়ে মিরপুর ব্রিজের উত্তর পাশ থেকে নিয়াজির হেডকোয়ার্টার্সের দিকে রওনা দেন। 



পরে নিয়াজির চিঠি নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ৩৬ ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জামশেদ গাবতলী ব্রিজের পাশে নাগরার সঙ্গে সাক্ষাৎ করেন। চিঠিতে নিয়াজি আত্মসমর্পণের ইচ্ছা ব্যক্ত করেন। এরপর সকাল ১০টা ৪০ মিনিটে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে নাগরার বাহিনী ঢাকা শহরে প্রবেশ করে। পাকিস্তানিদের আত্মসমর্পণের দলিল এবং সংশ্লিষ্ট অনুষ্ঠানের ব্যবস্থা চূড়ান্ত করার জন্য ভারতীয় ইস্টার্ন কমান্ডের চিফ অব স্টাফ মেজর জেনারেল জে এফ আর জ্যাকব কলকাতা থেকে বেলা ১টার দিকে ঢাকায় আসেন। পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের হেডকোয়ার্টার্সে চলে আত্মসমর্পণের দলিল তৈরির বৈঠক



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার