অভয়নগরে ৯০০ টন কয়লা নিয়ে ডুবল কার্গো জাহাজ


, আপডেট করা হয়েছে : 16-12-2023

অভয়নগরে ৯০০ টন কয়লা নিয়ে ডুবল কার্গো জাহাজ

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব নদে ৯০০ টন কয়লা নিয়ে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। আজ শুক্রবার সন্ধ্যার দিকে নদীবন্দরের সরদার মিল ঘাটে এই দুর্ঘটনা ঘটে। 

কার্গো জাহাজডুবির বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নওয়াপাড়া নৌবন্দরের উপসহকারী পরিচালক মাসুদ পারভেজ। তিনি জানান, ডুবে যাওয়া কার্গোতে থাকা কয়লার আমদানিকারক নওয়াপাড়ার মেসার্স শেখ ব্রাদার্স। গত ১১ ডিসেম্বর মোংলা বন্দর থেকে এমভিআর রাজ্জাক নামের একটি কার্গো জাহাজে করে ওই ব্যবসাপ্রতিষ্ঠানের ৯০০ টন কয়লা নওয়াপাড়া নৌবন্দরে আনা হয়। এরপর থেকেই জাহাজটি সরদার মিল ঘাটে নোঙর করে ছিল। 

মাসুদ পারভেজ বলেন, ‘ধারণা করা হচ্ছে আজ সন্ধ্যার দিকে কোনো এক সময় জাহাজটির তলা ফেটে যায়। ধীরে ধীরে সেটি ডুবতে থাকলে শ্রমিকেরা বিষয়টি টের পান। কিন্তু জোয়ারের টানে সেটি আর উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার