পতাকা টানাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু


, আপডেট করা হয়েছে : 16-12-2023

পতাকা টানাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা টানাতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 


শনিবার সকালে টঙ্গী বিসিক এলাকায় নির্মাণাধীন আইএফএল পোশাক কারখানার দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। 


নিহতরা হলেন- নওগাঁ জেলার নিয়ামতপুর থানার বালিচান গ্রামের কসিম উদ্দিনের ছেলে আইনাল হক (৩৫) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কাজলা গ্রামের মৃত-আব্দুস সাত্তারের ছেলে আশরাফুল (৪৫)। 


নিহত আইনাল হক মরকুন মধ্যপাড়া আলী ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া এবং আশরাফুল বিসিক ফকির মার্কেট এলাকায় পবিবারের সঙ্গে বাস করতেন।


এলাকাবাসী জানায়, বিজয় দিবস উপলক্ষ্যে শনিবার আইএফএল পোশাক কারখানার নির্মাণকাজ বন্ধ থাকায় তারা উভয়ে সকাল সাড়ে ৭টার দিকে বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা টানাতে যায়। এ সময় ভবনের নিচতলার লোহার রডে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশে ছিটকে পড়েন। এ সময় তাদের অন্য সহকর্মীরা তাদেরকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।


এ ব্যাপারে যোগাযোগ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাউছার বলেন, তাদেরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।


টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার