বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর রাজশাহী জেলা পুলিশ লাইনস্ ড্রিল শেডে রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে ‘মহান বিজয় দিবস-২০২৩’ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ মহান স্বাধীনতা অর্জন করে। ’৭১’র রক্তক্ষয়ী সংগ্রামে বাংলাদেশ পুলিশের ভূমিকা স্মরণ করে বলেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের বীর সদস্যগণ সক্রিয়ভাবে অংশগ্রহন করে অনেকে শহীদ, আহত এবং অনেকে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য খেতাবপ্রাপ্ত হন। তাদের এই অবদানকে স্মরণীয় করে রাখার জন্য রাজশাহী জেলায় বসবাসরত ২৩ জন মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। তাদেরকে সম্মাননা তুলে দেন মাননীয় ডিআইজি ।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) আবু সালেহ মো: আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) সনাতন চক্রবর্তী , অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলমসহ রাজশাহী জেলা পুলিশের অন্যানরা পুলিশ কর্মকর্তাবৃন্দরা।