যুবলীগ নেতা হত্যা মামলায় ১৩ জন জামায়াত নেতাকর্মীর যাবজ্জীবন


, আপডেট করা হয়েছে : 19-12-2023

যুবলীগ নেতা হত্যা মামলায় ১৩ জন জামায়াত নেতাকর্মীর যাবজ্জীবন

নাটোরের লালপুরের যুবলীগ নেতা খাইরুল ইসলাম (৩৭) হত্যা মামলায় ১৩ জন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।


যাবজ্জীবন প্রাপ্ত আসামীরা হলেন, নাটোরের লালপুরের কদিমচিলান ইউনিয়নের জামায়াত নেতা আবদুল করিম, মতি সরদার, আবুল কালাম আজাদ প্রিন্স, মকলেছ সরদার, মহসিন, খলিল, রানা, আনিসুর, রাজ্জাক, জার্জিস, কালাম, মিজানুর রহমান ও সানা। এরা কদিমচিলান ইউনিয়নের জামায়াতের বিভিন্ন পদধারী নেতা ছিলেন। এছাড়াও এই মামলার ৫৩ জন আসামীকে খালাস দেন আদালত।


বিষয়টি নিশ্চিত করেছেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এন্তাজুল হক বাবু। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘিরে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি লালপুরে যুবলীগ নেতা খাইরুল ইসলামকে (৩৭) হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলাটি একপর্যায়ে উচ্চ আদালতে আটকে ছিল। অবশেষে ঘটনার ১০ বছর পর রায় ঘোষণা করেন মহামান্য আদালত।


তিনি আরও বলেন, এই মামলার আসামীদের মধ্যে তিনজন মারা গেছেন। একজন বিদেশে পালিয়ে গেছেন। বাকি সবাই উপস্থিত ছিলেন।



রায় ঘোষণার সময় যুবলীগ নেতা খাইরুলের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার