সরকারের হস্তক্ষেপে বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)


, আপডেট করা হয়েছে : 25-12-2023

সরকারের হস্তক্ষেপে বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)

সরকারের হস্তক্ষেপে বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখন থেকে বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে দেশটির সরকারের অনুমতি নিতে হবে পিসিবিকে।


পিসিবির কর্মকর্তাদের কাছে একটি চিঠি দিয়েছে দেশটির সরকার। সেখানে বলা হয়, যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে সরকারের অনুমতি নিতে হবে।


কিন্তু প্রতিটি সিদ্ধান্তে সরকারের অনুমোদন পেতে যথেষ্ট সময়ের প্রয়োজন। এনিয়ে বিপাকে পড়ছে পিসিবি।

এই কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফট হয়ে গেলেও এই টুর্নামেন্টে সূচি প্রকাশ করতে পারেনি পিসিবি। 


পিএসএলের সাফল্যের অনেকাংশই নির্ভর করছে মিডিয়া রাইটস বিক্রির ওপর। কোন মিডিয়া পিএসএল সম্প্রচার করছে, সেটি বড় ভূমিকা রাখবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ধারণে। মিডিয়া রাইটস বিক্রি না হওয়ায় পিএসএলের নবম মৌসুমের সূচি প্রকাশ করতে পারছে না পিসিবি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার