রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) অফিসে অগ্নিসংযোগ


, আপডেট করা হয়েছে : 26-12-2023

রাজশাহীর  বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) অফিসে অগ্নিসংযোগ

রাজশাহীর বাঘায় অস্থায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) আবদুস সামাদ (নোঙ্গর) এর নির্বাচনি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে গড়গড়ি ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে প্রার্থীর বাড়ি সংলগ্ন অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে কে বা কারা এ অফিস পুড়িয়ে দিয়েছে, তা কেউ বলতে পারছে না।


এ বিষয়ে প্রার্থী আবদুস সামাদ বলেন, সোমবার রাত ১০টার দিকে উপজেলার মুসা মাকের্টকে নির্বাচনী কার্যালয়ে দলের নির্বাচনী কমিটির মুখ্য সমন্বয়কারী ড. কামরুল আহসান, প্রধান সমন্বয়কারী টুংকু মুকিট, উপজেলা কমিটির সমন্বয়কারী রুবেল আহমেদসহ দলীয় নেতাকর্মী নিয়ে মতবিনিময় সভা করা হয়। সভা শেষে বাড়ি ফিরে যায়।


তার দুই ঘন্টা পর রাত ১২টার দিকে আমার বাড়ি সংলগ্ন নির্বাচনী অফিস আগুন দিয়ে জালিয়ে দেওয়া হয়েছে। আমি এ বিষয়ে থানার কাছে নিরাপত্তা ও দোষীদের সনাক্ত করে আইনী ব্যবস্থার জন্য আবেদন করেছি। এছাড়া বিষয়টি কেন্দ্রীয় নেতাদের অবগত করেছি।

এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেব।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার