পণ্ডিত ভবানী শঙ্করের মৃত্যু


, আপডেট করা হয়েছে : 31-12-2023

পণ্ডিত ভবানী শঙ্করের মৃত্যু

ভারতীয় শাস্ত্রীয় সংগীতের প্রখ্যাত পণ্ডিত ভবানী শঙ্কর মারা গেছেন। গতকাল ৩০ ডিসেম্বর তাঁর মৃত্যুর খবরটি ভারতীয় সংবাদমাধ্যমে নিশ্চিত করেছে তাঁর পরিবার। 


গত ২৬ ডিসেম্বর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। তারপর থেকেই শ্বাসের সমস্যা হচ্ছিল। ওই দিনই ভর্তি করা হয় হাসপাতালে। শুরু হয় চিকিৎসাও। তবে ধীরে ধীরে কিডনিসহ শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেটরেও। গতকাল শনিবার বিকেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।


পণ্ডিত ভবানী শঙ্কর ১৯৫৬ সালে জন্মগ্রহণ করেন। ছোট থেকেই সুরের মাঝে বেড়ে ওঠেন তিনি। আট বছর বয়সে পাখাওয়াজ ও তবলার অধ্যয়ন শুরু করেছিলেন ভবানী শঙ্কর।


আজ রোববার দুপুর ১২টায় মুম্বাই পশ্চিম বোরিভালিতে ভবানী শঙ্করের শেষকৃত্য সম্পন্ন হবে। ভবানী শঙ্করের মরদেহ সকাল থেকে তাঁর বাড়িতে রাখা হয়েছে। যেখানে শেষ শ্রদ্ধা জানাতে আসবেন সংগীতজগতের সব তারকা ও তাঁর অনুরাগীরা।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার