জলমহাল সেবা ডিজিটাইজ হচ্ছে


, আপডেট করা হয়েছে : 06-01-2024

জলমহাল সেবা ডিজিটাইজ হচ্ছে

জলমহালের ইজারা মূল্য পরিশোধ, অনলাইনে ইজারা প্রতিবেদন, ইজারা আদেশসহ ব্যবস্থাপনার সব ধরনের কার্যক্রম অনলাইনেই সম্পন্ন করার সুবিধা এবং এ ক্ষেত্রে সব ধরনের সেবা ডিজিটাইজ করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমটির ৭৫তম সভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ নির্দেশ দেন।  


মন্ত্রীর সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন ভূমি সচিব মো. খলিলুর রহমান, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আবদুস সবুর মণ্ডল প্রমুখ। 


গত বছরের ২৪ ফ্রেব্রুয়ারি ভূমিমন্ত্রী অনলাইনে জলমহালের ইজারা আবেদন প্রক্রিয়া উদ্বোধন করেন। এর আগে প্রচলিত পদ্ধতিতে জলমহাল ইজারার আবেদনে অনেক সময় ইজারা প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগী ও দালালদের নানা অপকৌশলের কারণে প্রকৃত মৎস্যজীবীরা নানা সমস্যার সম্মুখীন হতেন। 


অনলাইনে জলমহালের আবেদন প্রক্রিয়া চালু হওয়ায় বর্তমানে সেই সুযোগ নেই। অনলাইনে আবেদন শুরুর পর জলমহাল সংশ্লিষ্ট অংশীজন থেকে কোনো ধরনের অভিযোগ আসেনি।


এবার ১৪৩১-১৪৩৬ বঙ্গাব্দ মেয়াদে উন্নয়ন প্রকল্পে জলমহাল ইজারার জন্য বিভিন্ন জেলার ৫৭১টি মৎস্যজীবী সমবায় সমিতি অনলাইনে আবেদন দাখিল করে। এর মধ্যে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে জলমহাল কমিটির সভায় বাগেরহাট, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, মাগুরা, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নওগাঁ, রংপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, ফরিদপুর, সিলেট, কিশোরগঞ্জ, খুলনা, গাজীপুর, সাতক্ষীরা, জামালপুর ও হবিগঞ্জসহ ২১টি জেলার ১৫০টি প্রস্তাব উত্থাপিত হয়। যাচাই-বাছাই, জেলা প্রশাসকের প্রতিবেদন ও অন্যান্য সার্বিক দিক বিবেচনা করে সরকারি জলমহাল ইজারা-সংক্রান্ত কমিটি ১২৪টি জলমহাল ইজারার অনুমোদন দেয়। 



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার