এবার নতুন ভোটার ১ কোটি ৫৪ লাখ


, আপডেট করা হয়েছে : 06-01-2024

এবার নতুন ভোটার ১ কোটি ৫৪ লাখ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন ভোটার হয়েছেন ১ কোটি ৫৪ লাখ নাগরিক। এ নিয়ে দেশে মোট ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৯৬ লাখ। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে (ইসি) আসন্ন নির্বাচন উপলক্ষে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় এ তথ্য উঠে এসেছে।

ইসির তথ্যানুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৭৬ লাখ এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ। আর ট্রান্সজেন্ডার ভোটার ৮৪৯ জন।

এর আগে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল ১০ কোটি ৪১ লাখ। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ৯ কোটি ১১ লাখ। আর নবম জাতীয় নির্বাচনে ভোটারের সংখ্যা ৮ কোটি ১০ লাখ।  


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার