টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি


, আপডেট করা হয়েছে : 06-01-2024

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর বসছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এ বিশ্বকাপ শুরুর ৬ মাস আগে শুক্রবার সূচি জানিয়ে দিয়েছে আইসিসি।


এবার গ্রুপ অব ডেথখ্যাত ‘ডি’-তে পড়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। একই গ্রুপ ‘এ’-তে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানসহ আয়ারল্যান্ড, স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডা। বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান খেলবে। আর ‘সি’ গ্রুপে আছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।


আগামী ১ জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে ছোট পরিসরের এ বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে ডালাসে স্বাগতিকদের বিপক্ষে লড়বে কানাডা। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ডালাসে মাঠে নামবে ৭ জুন। ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।


২৯ দিনব্যাপী এই টুর্নামেন্টে সবমিলিয়ে ৯টি হবে। ২৯ জুন ফাইনাল হবে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার