মাগুরার ভোটার হয়ে প্রথম ভোট দিলেন সাকিব আল হাসান


, আপডেট করা হয়েছে : 07-01-2024

মাগুরার ভোটার হয়ে প্রথম ভোট দিলেন সাকিব আল হাসান

সাকিব আল হাসান মাগুরা-১ আসনের ভোটার হন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে। আজ নিজের আসনে মাগুরা শহরের দরি মাগুরা ১১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সাকিব আল হাসান।


সকাল ৮টায় ভোটকেন্দ্রে পৌঁছে প্রথম ভোটটি দেন এই নামী ক্রিকেটার। ভোটার হিসেবে স্বাভাবিক ভাবেই এটি মাগুরায় প্রথম ভোট সাকিবের। 


ভোট দেওয়ার পর ভোটকেন্দ্রের বাইরে তিনি সাংবাদিকদের বলেন, ‘জয়ের বিষয়ে আমি আশাবাদী। মানুষ আমাকে পছন্দ করে তাই বেশি ভোট পাব বলে আমি মনে করি। সারা দিন মানুষ ভোট দিতে আসবে এটাই আমার প্রত্যাশা।’ নৌকা বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাকিব।


সাকিব আল হাসান ভোট দেওয়ার সময় সঙ্গে ছিলেন তাঁর বাবা মাশরুল রেজা কুটিলসহ পরিবারের লোকজন। একে একে তাঁরাও ভোট দেন। তবে এ কেন্দ্রে সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত সাকিব ও তাঁর পরিবারের সদস্য ছাড়া আর কোনো ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। 


কেন্দ্রে থাকা প্রিসাইডিং কর্মকর্তা প্রদীপ কুমার বলেন, প্রার্থী ভোট দিয়েছেন। শীতের সকাল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যা বাড়বে বলে আশা করছি। 


উল্লেখ্য, মাগুরা-১ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৪৭৫ জন। মোট ভোটকেন্দ্র ১৫২ টি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার