জনগণের রায় দেওয়ার দিন আজ


, আপডেট করা হয়েছে : 08-01-2024

জনগণের রায় দেওয়ার দিন আজ

আজ রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলোর বর্জন এবং নাশকতার কিছু ঘটনার পরও এই নির্বাচন ঘিরে দেশজুড়ে ভোট উৎসবের আমেজ বিরাজ করছে। 


তবে এবার কেন্দ্রে ভোটারের উপস্থিতিই বড় চ্যালেঞ্জ।


ভোটার উপস্থিতির ওপর নির্বাচনী ফলাফলে বহির্বিশ্বের স্বীকৃতির বিষয়টিও নির্ভর করছে। যদিও ভোটার উপস্থিতি বাড়াতে নির্বাচন কমিশন (ইসি), প্রশাসন ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সারা দেশে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। বেসামরিক বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরাও মাঠে দায়িত্ব পালন করছেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার