৭ জানুয়ারি নির্বাচনের নামে নাটক হয়েছে: ইসলামী আন্দোলন বাংলাদেশ


, আপডেট করা হয়েছে : 10-01-2024

৭ জানুয়ারি নির্বাচনের নামে নাটক হয়েছে: ইসলামী আন্দোলন বাংলাদেশ

৭ জানুয়ারি ‘ডামি’ নির্বাচনের নামে দেশে নাটক মঞ্চস্থ হয়েছে বলে দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 


দলটির নেতারা বলছেন, এই নির্বাচনের ফলাফল আগে থেকেই নির্ধারিত। শুধু জনগণের অর্থ নষ্ট করতেই ডামি মার্কা নির্বাচনের নাটক সাজানো হয়েছে। দেশের মানুষ প্রহসনের এই নির্বাচন বর্জন করেছে। 


মঙ্গলবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ‘একতরফা প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে’ দলের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ দাবি করেন নেতারা। 


ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ‘৭ জানুয়ারি একতরফা প্রহসনের ডামি নির্বাচনকে বর্জন করে দেশবাসী আওয়ামী লীগকে সতর্ক সংকেত দিয়েছে। এটা কোনো নির্বাচন ছিল না। এটা ছিল নির্বাচনের নামে নাটক মঞ্চায়ন। ৭ জানুয়ারির নির্বাচন স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠনের দেউলিয়াত্ব ও দৈন্যদশা প্রকাশ হয়েছে।’


নির্বাচন বর্জন করায় জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘মিডিয়ার সুবাদে বিশ্ববাসী ভোটের নামে একতরফা দলীয় কাউন্সিল দেখেছে। যেখানে বিদেশিদের ভাড়া করে ডামি পর্যবেক্ষক সাজিয়ে ডামি নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। 


দলটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ৭ জানুয়ারি নির্বাচনকে দেশপ্রেমিক জনতা কিছুতেই নির্বাচন বলতে চায় না।

ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ‘আমরা আগেও বলেছি, এটা কোনো নির্বাচন নয়, এটা আওয়ামী লীগের দলীয় কাউন্সিল।’ 


ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, ‘শেখ হাসিনার মুখে এত মিথ্যাচার বেমানান। তার নিজ আসনে ৩৩২৩ ভোটের জায়গায় ৩৩৩২ ভোট কীভাবে হয়? এটা কিসের গণতন্ত্র?’ 



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার