মমতার জন্য ১০০০ কেজি আম পাঠালেন শেখ হাসিনা


, আপডেট করা হয়েছে : 20-06-2022

মমতার জন্য ১০০০ কেজি আম পাঠালেন শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা উপহার হিসেবে ১ টন বা ১০০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন বেনাপোল বন্দর দিয়ে।

সোমবার (২০ জুন) দুপুরে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানির গেট দিয়ে ১ টন (২০০ কার্টন) আম হস্তান্তর করা হয়। আমগুলো বন্দ্যোপাধ্যায়ের পক্ষে গ্রহণ করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশি দূতাবাসের থার্ড সেক্রেটারি শেখ মারেফাত তরিকুল ইসলাম ও  প্রটোকল অ্যাসিস্ট্যান্ট আজিজুল আলম। 

হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ, নাভারন পুলিশের সার্কেল এ এসপি জুয়েল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, বেনাপোল স্থলবন্দরের ডিডি মামুন কবির তরফদার।

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন- পশ্চিমবঙ্গের পুলিশের ডিআইজি  সুকেশ জেল, কলকাতায় নিযুক্ত বাংলাদেশি দূতাবাসের থার্ড সেক্রেটারি শেখ মারেফাত তরিকুল ইসলাম, প্রটোকল অ্যাসিস্ট্যান্ট আজিজুল আলম ও এসকে ইমাদ।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. আজিজুর রহমান জানান, কাস্টমস ও বন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশের দেওয়া আমের উপহারগুলো বেনাপোল স্থলবন্দরের জিরো লাইনে ভারতের প্রতিনিধি দলের কাছে দ্রুত হস্তান্তর করা হয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার