রাজশাহীতে রেললাইন ভাঙা, রক্ষা পেল ‘বরেন্দ্র এক্সপ্রেস’


, আপডেট করা হয়েছে : 29-01-2024

রাজশাহীতে রেললাইন ভাঙা, রক্ষা পেল ‘বরেন্দ্র এক্সপ্রেস’

রাজশাহীতে রেললাইন ভাঙা থাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছে বরেন্দ্র এক্সপ্রেস। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চারঘাট উপজেলার নন্দনগাছী ও আড়ানী স্টেশনের মাঝামাঝি এই ঘটনা ঘটে। এই ঘটনায় রাজশাহীর সাথে সারাদেশের যোগযোগ বন্ধ হয়ে গেছে।


জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি। তবে রাজশাহীর নন্দনগাছী স্টেশন এলাকায় রেললাইন ভাঙা থাকায় দুর্ঘটনায় পড়তে যাচ্ছিল ট্রেনটি। এ সময় এলাকাবাসীর দেখানো লাল পতাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি।


পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক বিষয়টি নিশ্চিত করে বলেন, ৫০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর ঠিক করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার