রাজশাহীতে ইয়োগা দিবস পালিত


, আপডেট করা হয়েছে : 21-06-2022

রাজশাহীতে ইয়োগা দিবস পালিত

“মানবতার জন্য যোগ” এই প্রাতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে নগরীরর তেরোখাদিয়া মহিলা ক্রীড়া কমপ্লেক্সের হল রুমে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস, নিউ দিল্লী, কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী সেন্টার এবং ওমেন্স স্পোর্ট কমপ্লেক্স কতৃপক্ষের সহযোগীতায় ভারতের সহকারী হাই কমিশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পুলিশ সুপার আবদুস সালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শাহিনা আক্তারর রেনী, রাজশাহী ওযার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ডাঃ মনজুরুল হক,এছাড়াও গনমাধ্যমকর্মীসহ উপস্থিত ছিলেন অনান্য ব্যক্তিবর্গ।

এসময় অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ইয়োগা প্রশিক্ষন দেন কোয়ান্টাম ফাউন্ডেশনের ইয়োগা প্রশিক্ষক আহমেদ শরীফ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শরীর, মন ও মেধার উন্নয়নে যোগব্যায়ামের প্রয়োজনীয়তা রয়েছে বর্তমান যুগে মানসিক স্বাস্থ্যের উন্নতি বাড়াতে এবং বিভিন্ন আসক্তি নিরাময়ে যোগাসনের ভূমিকা অপরিসীম ।

এছাড়াও যোগাসনের বিষয়ে সবাইকে আগ্রহী করে তোলার লক্ষে যোগ কেন্দ্র গড়ে তেলার কথা বলেন বক্তারা।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার