মিসর দিয়ে সৌদি যুবরাজের মধ্যপ্রাচ্য সফর শুরু


, আপডেট করা হয়েছে : 21-06-2022

মিসর দিয়ে সৌদি যুবরাজের মধ্যপ্রাচ্য সফর শুরু

মিসর সফরের মাধ্যমে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সোমবার কায়রো পৌঁছেছেন তিনি। 

১৩-১৬ জুলাই সৌদি আরব সফরে যাওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তার ওই সফরকে সামনে রেখেই মধ্যপ্রাচ্যের মিত্রদেশগুলো সফর করছেন সৌদি ক্রাউন প্রিন্স। 

মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি সোমবার সন্ধ্যায় সৌদি যুবরাজকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। 

কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদে দুই নেতার আলোচনায় বসার কথা। জেনারেল সিসির মুখপাত্র বাসাম রাদি জানিয়েছেন, দুই নেতা ‘আঞ্চলিক ও বৃহত্তর আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়ে’ আলোচনা করবেন।

মিসর সফর শেষে সৌদি যুবরাজ জর্ডানে যাবেন। সেখানে তিনি সৌদির মিত্র জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে আলোচনায় বসবেন। এরপর সৌদি যুবরাজ তুরস্কে যাবেন। 


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার