বাঘায় চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ৪ জন গ্রেফতার


, আপডেট করা হয়েছে : 07-02-2024

বাঘায় চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ৪ জন গ্রেফতার

রাজশাহীর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযান চালিয়ে চাঁদাবাজ চক্রের চার সদস্যকে আটক করেছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে রাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা বাঘা পৌরসভার বঙ্গবন্ধু চত্বরের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে।


আটককৃতরা হলো- আঃ রহমান ওরফে রানা (২৭), সোহাগ আলী (২৬), আশাদুল (৩৫), বিপ্লব আহম্মেদ (২৯)। এরা সবাই বাঘা পৌর সভার বাসিন্দা। আটককৃতরা


র‌্যাব জানায়, বিপ্লব আহম্মেদ (২৯) নামে ব্যক্তির সহযোগিতায় মূলহোতা রহমান ওরফে রানা (২৭) অটোরিক্সা ও সিএনজি ড্রাইভারদের নিকট হতে নিয়মিতভাবে সিরিয়ালসহ বিভিন্ন নামে বলপূর্বক চাঁদা আদায় করতো। আর চাঁদা না দিলে ভাড়ায় চালিত অটোরিক্সা ও সিএনজি ড্রাইভারদের ভয়ভীতি প্রদর্শনসহ গাড়ী ভাংচুর, ক্ষয়-ক্ষতি ও মারধর করিয়া চাঁদা আদায় করাসহ যানবাহন চলাচলে বাধাপ্রদান করেন।


আটককৃতদের বাঘা থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দেয়া হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার