যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমানে আগুন


, আপডেট করা হয়েছে : 22-06-2022

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমানে আগুন

যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে ১২৬ যাত্রী নিয়ে জরুরি অবতরণ করার পর পরই একটি বাণিজ্যিক বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে এ ঘটনার পর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে রানওয়ে। 

স্থানীয় সময় মঙ্গলবার বিকালে যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে অবতরণের পর পরই আগুন ধরে যায় রেড এয়ারের একটি প্লেনে। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে অবতরণের পর পরই আগুন ধরে যায় রেড এয়ারের একটি প্লেনে। আগুন নেভাতে ব্যস্ত সময় পার করেন দমকলকর্মীরা। তবে অল্প সময় পরই নিয়ন্ত্রণে আসে আগুন। 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ডোমিনিক রিপাবলিক থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মিয়ামি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় প্লেনটি। আগে থেকেই দমকলকর্মীরা প্রস্তুত থাকায় আগুন নিয়ন্ত্রণে খুব একটা বেগ পেতে হয়নি তাদের।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার