স্ন্যাক আইল্যান্ড পুনর্দখলের দাবি ইউক্রেনের


, আপডেট করা হয়েছে : 22-06-2022

স্ন্যাক আইল্যান্ড পুনর্দখলের দাবি ইউক্রেনের

কৃষ্ণ সাগরের স্ন্যাক আইল্যান্ডে রুশ সেনাদের রুখে দিতে হামলা চালিয়েছিল ইউক্রেনীয় সেনারা। এতে রাশিয়ার বড় ধরনের ক্ষতি হয়েছে। বুধবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সেনা কমান্ড রুশ সেনাদের বিরুদ্ধে ওই দ্বীপে জয় পাওয়া গেছে বলে দাবি করেছে। খবর দ্য গার্ডিয়ানের।

বিবৃতিতে ইউক্রেন সেনা কমান্ড জানায়, স্ন্যাক আইল্যান্ড দখলের জন্য একটি নতুন সেনা অভিযান চালানোর মধ্য দিয়ে এ বিজয় এসেছে। দ্বীপটিতে বিভিন্ন সামরিক শক্তি ব্যবহার করে রুশ সেনাদের ওপর লক্ষ্যবস্তু হামলা চালানো হয়। ফলে রুশ সেনাদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাক্সার টেকনোলজিসের স্যাটেলাইট ছবি থেকে দেখা যায়, মঙ্গলবার থেকে স্ন্যাক আইল্যান্ডের দক্ষিণ প্রান্তে একটি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটি স্থানে গাছপালা পুড়ে গেছে।

ইউক্রেনীয় বার্তা সংস্থা ইউক্রিনফর্ম জানিয়েছে, ইউক্রেনীয় সেনাদের হামলায় রাশিয়ান পান্তশির অ্যান্টি-এয়ারক্রাফট সিস্টেম, একটি রাডার স্টেশন এবং দ্বীপটির যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রুশ হামলা চলছে। প্রায় তিন মাসের যুদ্ধে দুপক্ষের বড় ধরনের ক্ষতি হয়েছে। রাশিয়া ও ইউক্রেন থেকে খাদ্যশস্য এবং গ্যাস রপ্তানি বন্ধ ও সীমিত থাকায় অংশীদার দেশগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার