ফুটবলে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ফিফা


, আপডেট করা হয়েছে : 11-02-2024

ফুটবলে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ফিফা

নিয়ম ভাঙলে লাল বা হলুদ নয়, ফুটবল রেফারিরা দেখাতে পারেন নীল কার্ডও। নতুন নিয়ম হচ্ছে ফুটবলে। আন্তর্জাতিক ফুটবল সংস্থা (আইএসএবি) এই ঘোষণা করতে পারে। এফএ কাপে দেখা যেতে পারে নীল কার্ড।


‘দ্য টেলিগ্রাফ’ সূত্রের খবর, কোনো ফুটবলারকে নীল কার্ড দেখানো হলে তাকে ১০ মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হবে। আর কোনো ফুটবলার যদি দুটি নীল কার্ড দেখেন, তাহলে তাকে মাঠের বাইরে চলে যেতে হবে। 


একটি নীল এবং একটি হলুদ কার্ড দেখলেও একই শাস্তি হবে। বড় প্রতিযোগিতায় নীল কার্ড ব্যবহার করার আগে এফএ কাপে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। পুরুষ ও মহিলা দুই ধরনের এফএ কাপেই এই কার্ড ব্যবহার করা হতে পারে।


ওয়েলসের তৃণমূল স্তরের ফুটবলে নীল কার্ড ব্যবহার শুরু হয়েছে। লাল ও হলুদ রঙের চেয়ে আলাদা রং হিসাবে নীলকে বেছে নেওয়া হয়েছে। গত বছর জানুয়ারি মাসে এক ম্যাচে পর্তুগিজ মহিলা রেফারি ক্যাটারিনা ক্যাম্পোস সাদা কার্ড দেখিয়েছিলেন। 


ফেয়ার প্লের প্রতীক হিসাবে এই কার্ড ব্যবহার করেছিলেন তিনি। দুদলের মেডিকেল স্টাফদের ভ‚মিকার প্রশংসা করার জন্য রেফারি পকেট থেকে সাদা কার্ড বের করে সেটি মেডিকেল স্টাফদের দেখিয়েছিলেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার