বসন্ত উৎসব: চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের দুগ্রুপে সংঘর্ষ


, আপডেট করা হয়েছে : 14-02-2024

বসন্ত উৎসব: চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের দুগ্রুপে সংঘর্ষ

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হলেও তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।


 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছত্রভঙ্গ করে বন্ধ করে দেয় বসন্ত উৎসব।


প্রত্যক্ষদর্শীরা জানান, বসন্ত বরণ অনুষ্ঠান চলাকালে রহনপুর ইউসুফ আলী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মোরসালিন ও রহনপুর পৌর শাখার সহসভাপতি মেহেদি হাসানের কর্মী-সমর্থকরা আকস্মিক লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়।




অভিযুক্ত ছাত্রলীগের দুই নেতার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনা নিয়ে কলেজের অধ্যক্ষ মুনিরুল ইসলাম বলেন, সকাল থেকেই কলেজে বসন্ত উৎসব চলছিল। এ সময় ছাত্রলীগের দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে ছুটোছুটি করতে থাকে।


ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে এই সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করেন তিনি।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ বলেন, দলীয় অভ্যন্তরীণ কোন্দল থেকে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিশৃঙ্খলা এড়াতে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার