এসএসসির প্রথম দিনে রাজশাহী বোর্ডে অনুপস্থিত ১১৮১


, আপডেট করা হয়েছে : 15-02-2024

এসএসসির প্রথম দিনে রাজশাহী বোর্ডে অনুপস্থিত ১১৮১

রাজশাহীতে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথমপত্রের পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে প্রথমদিন পরীক্ষায় অনুপস্থিত ছিল এক হাজার ১৮১ জন পরীক্ষার্থী।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম পরীক্ষা শেষে বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, বোর্ডের অধীন বিভাগের আট জেলায় এবার পরীক্ষার্থী এক লাখ ৮১ হাজার ৬৩৯ জন। এর মধ্যে এক লাখ ৮০ হাজার ৪৫৮ জন পরীক্ষা দিয়েছে। এক হাজার ১৮১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে রাজশাহী জেলায় ২১৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৯২ জন, নাটোরে ১০৮ জন, নওগাঁয় ১৫৬ জন, পাবনায় ২১৭ জন, সিরাজগঞ্জে ১৯৩ জন, বগুড়ায় ১৫৭ জন ও জয়পুরহাটে ৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়নি।


রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, বিভাগের আট জেলায় ২৬৬টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো পরীক্ষক কিংবা পরীক্ষার্থী বহিষ্কারও হয়নি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার