এক্সপ্রেসওয়ে প্রকল্পের ক্রেন পড়ে ঘণ্টাখানেক বন্ধ ট্রেন


, আপডেট করা হয়েছে : 17-02-2024

এক্সপ্রেসওয়ে প্রকল্পের ক্রেন পড়ে ঘণ্টাখানেক বন্ধ ট্রেন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের একটি ক্রেন রেললাইনে পড়ে যাওয়ায় রাজধানীর সঙ্গে দেশের বেশিরভাগ অংশে ট্রেন চলাচল প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল।


শনিবার সকালে কারওয়ান বাজার ও মগবাজারের মাঝামাঝি অংশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস।


তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ব্যবহৃত ক্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটের দিকে রেললাইনে পড়ে যায়। ফলে সকাল সাড়ে ৭টা পর্যন্ত রেল চলাচল বন্ধ ছিল।


ওসি ফেরদৌস আহমেদ জানান, ক্রেনটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল ফের শুরু হয়।


এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি। 



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার