টানা ১০ ম্যাচেই হার দুর্দান্ত ঢাকার


, আপডেট করা হয়েছে : 17-02-2024

টানা ১০ ম্যাচেই হার দুর্দান্ত ঢাকার

জয় দিয়ে শুরু করা দুর্দান্ত ঢাকা ভাবেনি যে, এমন দুর্দশা হবে তাদের। সবেধন নীলমণি ওই একটি জয়ের টানা ১০টি হার। শুক্রবার চট্টগ্রামে আবারও ব্যাটিং ব্যর্থতা ডোবাল ঢাকাকে।


টস জিতে ব্যাট করার ফল ১২৮ রান, সাত উইকেটে। খুলনা সেই রান টপকে যায় ২৮ বল ও পাঁচ উইকেট হাতে রেখে। পাঁচ হারের পর এই জয়ে চতুর্থ স্থানে উঠে এলো খুলনা টাইগার্স। ১০ ম্যাচ শেষে ১০ পয়েন্ট তাদের। পাঁচটি করে জয় ও হার। প্লে-অফ থেকে আগেই ছিটকে পড়া ঢাকা ১১ ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে যথারীতি তলানিতে।


ঢাকার সাত উইকেটের ছয়টিই নিজেদের মধ্যে ভাগ করে নেন খুলনার ওয়েন পার্নেল (৩/১৯) ও মুকিদুল ইসলাম (৩/১৮)। হাবিবুল বাশার মনে করেন, মোসাদ্দেক হোসেনের ব্যাট করার উচিত পাঁচে। সাতে নেমে কাল তার ব্যাট থেকে এলো ২৬। এটাই ইনিংস সর্বোচ্চ।


খুলনার ইনিংসে সর্বোচ্চ ২১ বলে ৪৩* আফিফ হোসেনের। ৩০ বলে ৪০ পারভেজ হোসেন। শাই হোপ ৩২। দুটি করে উইকেট নেন ঢাকার দুই স্ট্রাইক বোলার শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। ম্যাচসেরা ওয়েন পার্নেল।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার