রাজশাহীতে মাদ্রাসা মাঠ সংলগ্ন পুকুর থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার


, আপডেট করা হয়েছে : 19-02-2024

রাজশাহীতে মাদ্রাসা মাঠ সংলগ্ন পুকুর থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহীর মাদ্রাসা মাঠ সংলগ্ন পুকুর থেকে আগুনে পোড়া কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


সোমবার বেলা ৯টার দিকে নগরীর হাজী মুহম্মদ মহসিন সরকারী উচ্চ বিদ্যালয়ের পুকুরে শরীরে ব্যান্ডেজ জড়ানো মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে তারা ফায়ার সার্ভিস ও রাজপাড়া থানায় ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে।


নিহত যুবকের নাম নাভিদ ইসলাম (১৫) । নাভিদ নগরীর তেরোখাদিয়া এলাকার খাদেমুল ইসলাম ও রিতা বেগমের স্কুল পড়ুয়া ছেলে।


নিহতের মা রিতা বেগম জানান, আমার ছেলে মানসিক ভারসাম্যহীন। কিছুদিন আগে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।


আজ সকাল ৭টা ১৮ মিনিটের সে হাসপাতাল থেকে পালিয়ে আসে। আমরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাইনি। তার মধ্যে সবসময় আত্মহত্যা কাজ করে। সে বাঁচতে চাইতো না।


ঘটনাস্থল থেকে পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার