ওষুধসহ নিত্যপণ্যর দাম কমানোর দাবিতে ক্যাবের মানববন্ধন


, আপডেট করা হয়েছে : 20-02-2024

ওষুধসহ নিত্যপণ্যর দাম কমানোর দাবিতে ক্যাবের মানববন্ধন

ওষুধসহ নিত্যপণ্যর দাম কমানোর দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কনজুমান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রাজশাহী জেলা। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


সমাবেশে সভাপতিত্ব করেন জৈষ্ঠ্য সাংবাদিক অ্যাড. মোস্তাফিজুর রহমান খান আলম। বক্তারা বলেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় প্রায় সকল পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এর ফলে সব ধরনের ভোক্তারা বিশেষ করে নিম্ন ও নিম্ন-মধ্যবৃত্ত আয়ের ভোক্তারা এক কঠিন সময় অতিবাহিত করছে। ভোক্তাদের নাভিশ্বাস দিন দিন বাড়ছে। একদিকে সরকার বলছে দেশে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের যথেষ্ট মজুদ আছে। দাম বৃদ্ধি পাওয়ার কোনো যৌক্তিকতা নেই। বাজার কারসাজি বা সিন্ডিকেট তৈরি করে পণ্যের দাম অসাধু ব্যবসায়ীরা বৃদ্ধি করছেন।


রাজশাহী ক্যাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাবের উপদেষ্টা লিয়াকত আলী, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী ভাবনার সভাপতি হাবিবুর রহমান হাবিব, সেফ দা ন্যাচার চেয়ারম্যান মিজানুর রহমান, দিনের আলো হিজরা সংগঠনের সভাপতি মোহনা, প্রচার সম্পাদক সন্জু আহমেদ, জয়িতা ক্যাবের সদস্য রহিমা বেগম, কবি অনিরুদ্ধ, পবা ক্যাবের সভাপতি সাংবাদিক নাজমুল হক প্রমুখ।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার