রাবিতে দেরিতে পৌঁছালেও পরীক্ষা দেওয়ার সুযোগ পেল ১২৫ শিক্ষার্থী


মো: তুহিন আলী : , আপডেট করা হয়েছে : 06-03-2024

রাবিতে দেরিতে পৌঁছালেও পরীক্ষা দেওয়ার সুযোগ পেল ১২৫ শিক্ষার্থী

ট্রেনের ইঞ্জিনের সমস্যার কারণে দেরিতে পৌঁছলেও মানবিক দিক বিবেচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন অন্তত ১২৫ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (৬মার্চ২০২৪) ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ফেল করলে দুপুর সাড়ে ৩টার শিফটের পরীক্ষার্থীদের গন্তব্যে পৌঁছতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ খুলে ধূমকেতু এক্সপ্রেসকে গন্তব্যে পৌঁছানো হয়েছে।

মঙ্গলবার রাতে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে বুধবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, মানবিক দিক বিবেচনায় আমরা পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সুযোগ দিয়েছি। নিয়মানুযায়ী পরীক্ষা শুরুর ১৫ মিনিট পরে কেন্দ্রে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। বিলম্বে ছাড়া এবং পথিমধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি পৌঁছতে বিলম্ব হয়। তাই ওই ট্রেনের আনুমানিক ১২৫ জন শিক্ষার্থীকে আমরা কেন্দ্রে প্রবেশের সুযোগ দিয়েছি। তাদের প্রায় ২০ মিনিট মতো দেরি হয়েছিল। তবে তাদের অতিরিক্ত সময় দেওয়া হয়নি।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার