নগরীতে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


, আপডেট করা হয়েছে : 07-03-2024

নগরীতে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর  শাহমখদুম থানা পুলিশ গতকাল বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তারকৃত আসামির নাম আব্দুল লতিফ। তিনি রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার হরিশার ডাইং গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।


নগর পুলিশ জানায়, আব্দুল লতিফের বিরুদ্ধে আরএমপি’র শাহমখদুম থানায় কোর্টের প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। লতিফকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে শাহমখদুম থানা পুলিশ। গতকাল রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি আব্দুল লতিফ তার বাড়ির পাশে একটি বাড়িতে অবস্থান করছে।


উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেনের নেতৃত্বে এসআই মো: জাহিদ হাসান  ও তাঁদের টিম দিবাগত রাত দেড় টায় অভিযান পরিচালনা করে আসামি লতিফকে তার বাড়ির পাশ থেকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার