ইরান সফর করবেন পুতিন


, আপডেট করা হয়েছে : 25-06-2022

ইরান সফর করবেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র দিমিত্রি পেসকভ।

রাষ্ট্রীয় গণমাধ্যম তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে পেসকভ এ কথা জানান। তবে কবে নাগাদ তিনি এ সফরে যাচ্ছেন তা এখনো নির্ধারণ করা হয়নি। খবর তেহরান টাইমসের।

আস্তানা সম্মেলনের মতো একটি সম্মেলনের আয়োজন করতে পারে ইরান। সেখানে পুতিন অংশ নেবেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান গত বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনেও তেহরানে ইরান, রাশিয়া ও তুরস্কের অংশগ্রহণে একটি ত্রিদেশীয় সম্মেলনের পরিকল্পনার কথা বলেছেন।
 
করোনার মহামারি ছড়িয়ে পড়ার আগেই এ সম্মেলন আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে কয়েক দফা এ সম্মেলন স্থগিত করা হয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার