রিশাদের ছয়গুলো দেখে আপ্লুত মাহমুদউল্লাহ, ভালো লেগেছে মিরাজেরও


, আপডেট করা হয়েছে : 19-03-2024

রিশাদের ছয়গুলো দেখে আপ্লুত মাহমুদউল্লাহ, ভালো লেগেছে মিরাজেরও

সাধারণত সাক্ষাৎকার দিয়ে থাকেন খেলোয়াড়েরা। তবে গতকাল তার ব্যতিক্রম দেখা গেল। সতীর্থদের সাক্ষাৎকার নিলেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে জয়ের পর মাঠে মাইক্রোফোন হাতে সাক্ষাৎকারে নেমে পড়েন এই অলরাউন্ডার। সেই সাক্ষাৎকারের ভিডিও আপলোড হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ফেসবুক পেজে। 


গতকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি জয়ে দারুণ অবদান রেখেছেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিদ হাসান হাসান তামিম। তাঁদের প্রত্যেকর সাক্ষাৎকার নিয়েছেন মিরাজ। ম্যাচে কীভাবে অবদান রেখেছেন সেসব নিয়ে মিরাজের সঙ্গে কথা বলেছেন তিনজনে। তবে মিরাজ নিজেও শুরুতে সাক্ষাৎকারের সামনে পড়েন। 


সিরিজ জয়ের আনন্দের মাঝে ‘আজ সাক্ষাৎকার নেবেন মিরাজ’ বলে মিরাজের হাতে মাইক্রোফোন ধরিয়ে দেন উপস্থাপক। মিরাজ এ সময় মাহমুদউল্লাহ রিয়াদের সামনে গেলে মাহমুদউল্লাহ উল্টো মাইক্রোফোন কেড়ে নিয়ে জানতে চান, ‘আপনি যে আজ (গতকাল) এত সুন্দর অবদান রাখলেন দলে, ব্যাটিং ও বোলিংয়ে—আপনার অনুভূতি কী?’ উত্তরে মিরাজ বলেন, ‘খুবই ভালো লাগছে। আমরা সিরিজ জিতছি এ জন্য বেশি ভালো লাগছে। যেভাবে শেষ করেছে রিশাদ, সত্যি বলতে ওর জন্য আরও বেশি ভালো লাগছে।’ 


এরপর মিরাজ মাইক্রোফোন ফেরত নিয়ে মাহমুদউল্লাহকে বলেন, ‘রিয়াদ ভাই, টি-টোয়েন্টি সিরিজ হারলেও এই ওয়ানডে সিরিজ জিতলাম, কেমন লাগছে আপনার?’ উত্তরে মাহমুদউল্লাহ বলেন, ‘ভালো লাগছে। রিশাদের ছয়গুলো দেখে আরও বেশি ভালো লেগেছে।’



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার