পদ্মা সেতুর উদ্বোধনের আনন্দে কেক কাটলেন রাজশাহীর এক দম্পত্তি


, আপডেট করা হয়েছে : 25-06-2022

পদ্মা সেতুর উদ্বোধনের আনন্দে কেক কাটলেন রাজশাহীর এক দম্পত্তি

দ্মা সেতুর উদ্বোধনের আনন্দ উদযাপন করেছেন রাজশাহী মহানগরীর

সনাতন ধর্মালম্বী এক দম্পত্তি। নগরীর গনকপাড়াস্থ একটি

রেস্টুরেন্টে পদ্মা সেতুর ছবি সম্বলিত কেক কেটে আনন্দে সামিল

হয়েছেন পলাশ সরকার ও মৌসুমী চৌধুরী নামের এক দম্পত্তি ও

তাদের ছোট্ট সন্তান। জানতে চাইলে পলাশ সরকার জানান, এই পদ্মা

সেতু আমাদের গর্বের প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে

দেশের উন্নয়ন চলমান রেখেছেন তাতে বিশ্বের উন্নতমানের দেশ হতে

বাংলাদেশ আর বেশি দুরে নয়। পলাশের সহধর্মীনি মৌসুমী

চৌধুরী বলেন, আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন

নারী হয়ে পদ্মা সেতু তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি

বাংলাদেশের নাগরিক হিসেবে গর্ববোধ করছি। প্রধানমন্ত্রী দেশের

জন্য যেভাবে দিন-রাত অক্রান্ত পরিশ্রম করছেন যা প্রসংশনীয়। আমি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্তর উত্তর সমৃদ্ধি ও দীর্ঘায়ু জীবন

কামনা করছি।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার