পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে রুয়েটে আনন্দ র‌্যালি


, আপডেট করা হয়েছে : 25-06-2022

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে রুয়েটে আনন্দ র‌্যালি

ঐতিহাসিক স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসনের পক্ষ থেকে এক আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) সকাল ১০ টায় রুয়েট প্রশাসনিক ভবনের সামনে থেকে রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ এর নেতৃত্বে এই আনন্দ র‌্যালিটি বের।

র‌্যালিটি রুয়েট ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে এসে শেষ হয়। কেন্দ্রীয় অডিটোরিয়ামে উপস্থিত সকলে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ ও স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করেন।

অনুষ্ঠানে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেনসহ বিভিন্ন অনুষদের ডীনগণ, বিভিন্ন্ বিভাগ,দপ্তর,শাখা প্রধানগণ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ, কর্মচারী সমিতির নেতৃবৃন্দ, ছাত্রলীগ রুয়েট শাখার নেতৃবৃন্দ, বিশিষ্ট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন ।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার