নারায়ণগঞ্জ বিএনপির ৪৫৫ নেতাকর্মীর আগাম জামিন


, আপডেট করা হয়েছে : 01-04-2024

নারায়ণগঞ্জ বিএনপির ৪৫৫ নেতাকর্মীর আগাম জামিন

পুলিশের ওপর হামলা, নাশকতা, হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতিসহ ৪৫৫ নেতাকর্মীর আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তাদের পৃথক পৃথক জামিন আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ছয় সপ্তাহ পর তাদের নিু আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।


আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম। আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মাহবুবুর রহমান খান বলেন, ২৮ অক্টোবরের আগে এবং পরে নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁসহ বিভিন্ন থানায় করা ৬২টি মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করি। আদালত শুনানি নিয়ে ৪৫৫ জনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার