‘আমাদের আগামীকাল ভালো খেলতে হবে’


, আপডেট করা হয়েছে : 01-04-2024

‘আমাদের আগামীকাল ভালো খেলতে হবে’

প্রথমদিনেই চট্টগ্রাম টেস্টের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া শ্রীলংকা দাপট দেখাল দ্বিতীয়দিনেও। আশা জাগিয়েও সেঞ্চুরি করতে পারেননি শ্রীলংকার তিন ব্যাটার।


 ৫০ ছাড়িয়ে গেছেন আরও তিনজন। কেউ তিন অংক ছুঁতে না পারলেও সম্মিলিত অবদানে প্রথম ইনিংসে ৫৩১ রান করে শ্রীলংকা। 


আর এতেই হলো বিশ্ব রেকর্ড। টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি ছাড়া এটিই সর্বোচ্চ দলীয় স্কোর। প্রথমদিনের মতো দ্বিতীয়দিনেও একাধিক সুযোগ হাতছাড়া না হলে সফরকারীদের রান আরও কিছু কম হতে পারত। বাংলাদেশ দ্বিতীয়দিন শেষে এক উইকেট হারিয়ে তুলেছে ৫৫ রান। 


নয় উইকেট হাতে রেখে এখনো ৪৭৬ রানে পিছিয়ে দলটি। ম্যাচের এমন পরিস্থিতিতেও জয়ের আশা ছাড়ছেন না ব্যাটিং কোচ ডেভিড হেম্প। 


রোববার দ্বিতীয়দিনের খেলা শেষে ব্যাটিং কোচ বলেন, ‘আমরা এখনো ম্যাচ জেতার আশা করছি। ৪৮০ রানে পিছিয়ে থেকে কথাটা শুনতে উদ্ভট লাগতে পারে। আমাদের আগামীকাল ভালো খেলতে হবে। পুরো দিনে দাপট দেখাতে পারলে কী হবে সেটা কেউই আগে থেকে বলতে পারবে না। সবার আগে আমাদের আগামী তিন সেশন ভালো খেলতে হবে।’ 


তিনি বলেন, ‘নতুন বল সব সময় হুমকির। ছেলেরা এ নিয়ে যথেষ্ট অনুশীলন করছে। খেলাটা সব সময়ই বদলাচ্ছে। আমাদের নিজেদের পারফরম্যান্সে সততার সঙ্গে দৃষ্টি দিতে হবে এবং খেলাটাকে সামনে এগিয়ে নিতে হবে।’


এদিকে সঙ্গীর অভাবে টানা তৃতীয় সেঞ্চুরি পেলেন না কামিন্দু মেন্ডিস। ৯২ রানে অপরাজিত থাকেন তিনি। দ্বিতীয়দিন শেষে কামিন্দু বলেন, ‘আমার সেঞ্চুরি থেকেও গুরুত্বপূর্ণ ছিল দলের রান ৫০০র বেশি হওয়া। আমাদের পরিকল্পনাই ছিল ৫০০র বেশি রান করা এবং শেষ ঘণ্টায় তাদেরকে ব্যাটিংয়ে পাঠানো। আপনি কখনো সেঞ্চুরি পাবেন, কখনো পাবেন না। কিন্তু দলীয় লক্ষ্য পূরণ করা জরুরি। আমি খুশি যে আমাদের দলীয় লক্ষ্য পূরণ হয়েছে। ছয় হাফ সেঞ্চুরিতেই সেটা সম্ভব হয়েছে।’ 


তিনি বলেন, ‘আগের ম্যাচের থেকে এখনকার উইকেটে ব্যাটিং করা আরামদায়ক ছিল। তবে সামনে স্পিনাররা ভ‚মিকা রাখতে পারে। বিশেষ করে সামনের দুদিন। তবে ব্যাটিং করা এখানে সহজ। আমাদের বোলাররা ভালো করছে। তিনজন পেসার আছে। একজন স্পিনার এবং দুজন অলরাউন্ডার আছে। সকালে যদি আমরা ২-৩টি উইকেট নিতে পারি, আমরা এগিয়ে যাব। প্রথম ঘণ্টা আমাদের কাজে লাগাতে হবে।’



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার