দুই মাস পর করোনামুক্ত বেইজিং, খুলছে স্কুল


, আপডেট করা হয়েছে : 26-06-2022

দুই মাস পর করোনামুক্ত বেইজিং, খুলছে স্কুল

টানা দুই মাস পর করোনামুক্ত হলো চীনের রাজধানী বেইজিং।

শনিবার নগরীটিতে করোনা পরীক্ষায় নতুন করে কারও দেহে এ ভাইরাস পাওয়া যায়নি। খবর আরব নিউজের।

এ খবরে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খুলে দেওয়ার পরিকল্পনা করছে বেইজিং ও সাংহাই নগরীর কর্তৃপক্ষ।

চীনের বিভিন্ন শহরের সঙ্গে এ দুটি বৃহৎ নগরীতেও মার্চ থেকে মে পর্যন্ত করোনার কারণে লকডাউন দেওয়া হয়েছিল।

জারি করা হয়েছিল বিভিন্ন কঠোর স্বাস্থ্যবিধি। করোনার প্রকোপ কমে আসায় গত ১ জুন থেকে লকডাউন প্রত্যাহার করা হয়।   

সোমবার থেকে রাজধানীসহ সবকটি শহরের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলো খুলে দেওয়া হচ্ছে।

আগামী ৪ জুলাই থেকে খুলে দেওয়া হবে সব কিন্ডারগার্টেন স্কুলও।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার