নওগাঁয় মাদকদ্রব্যের অপব্যবহার অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত


নওগাঁ প্রতিনিধিঃ , আপডেট করা হয়েছে : 26-06-2022

নওগাঁয় মাদকদ্রব্যের অপব্যবহার অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

মাদক সেবন রোধ করি, সুস্থ্ সুন্দর জীবন গড়ি’ এই প্রতিপাদ্যে নওগাঁয় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধপাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।


আজ রোববার ২৬ জুন সকাল ১০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক নওগাঁর সহযোগিতায় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়ে, জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায়, জেলা প্রশাসক নওগাঁ মোঃ খালিদ মেহেদী হাসান, পিএএ, এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রকিবুল হাসান ইবনে রহমান, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নওগাঁ, মোঃ লোকমান হোসেন, প্রমুখ।


আলোচনা সভায় জেলা প্রশাসক নওগাঁ, উপস্থিত সকলকে মাদকদ্রব্য অপব্যবহার ও মাদককে না' বলে মাদক সেবন থেকে বিরত থাকার অঙ্গীকার দিয়ে শপথ পাঠ করান।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার