রাজশাহীতে ৯৯৯-এ কল দিয়ে স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী


, আপডেট করা হয়েছে : 26-06-2022

রাজশাহীতে ৯৯৯-এ কল দিয়ে স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

রাজশাহীর বাঘায় ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ ডেকে এনে স্বামীকে ধরিয়ে দিয়েছেন স্ত্রী। রোববার সকালে মাদকাসক্ত আবদুল মমিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে খায়েরহাট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খায়েরহাট গ্রামের আবদুল মমিন একজন মাদকাসক্ত। সে অধিকাংশ সময় নেশাগ্রস্ত অবস্থায় নিজ স্ত্রীকে নির্যাতন ও অকথ্য ভাষায় গালাগাল করে। তার অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ পরিবার ও স্ত্রী। কোনো উপায় না পেয়ে তার স্ত্রী ৯৯৯-এ কল দিয়ে অভিযোগ করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বাঘা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে আবদুল মমিনের স্ত্রী বলেন, আমার দুই সন্তান রয়েছে। এই সন্তানের সামনে নেশাগ্রস্ত হয়ে আমার স্বামী প্রতিনিয়ত আমাকে মারধর ও অকথ্য ভাষায় গালাগাল করে। শনিবার তার মারধরে অসুস্থ হয়ে গেলে আমার বাবার পরিবারের লোকজন পুলিশের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে বাঘা থানার ওসি (তদন্ত) আবদুল করিম বলেন, ৯৯৯ ফোনের মাধ্যমে অভিযোগের পরিপ্রেক্ষিতে আবদুল মমিন নামে এক মাদকাসক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার