রাজধানীতে সন্তান হত্যার সুষ্ঠু বিচার চান পরিবার


, আপডেট করা হয়েছে : 21-04-2024

রাজধানীতে সন্তান হত্যার সুষ্ঠু বিচার চান পরিবার

রাজধানীর পান্থপথে মাইক্রোবাসচালকের ঘুসিতে সন্তান হাফিজুল ইসলাম রাজু হত্যার বিচার দাবি করেছে পরিবারের সদস্যরা।


শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানান রাজুর মা সাজেদা বেগম ও বাবা হারুনুর রশিদ। এ সময় উপস্থিত পরিবারের অন্য সদস্যরাও ছিলেন।


এ সময় সাজেদা বেগম বলেন, ৪ ফেব্রুয়ারি পান্থপথের সোনারগাঁও সড়কে বেপোরোয়া গতির মাইক্রোবাস চালানোর জেরে কথা কাটাকাটি হলে চালক মুনসুর রাজুর অন্ডোকোষে আঘাত করে। পরে রাজুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হত্যা মামলা হলে মাইক্রোচালককে জেলহাজতে পাঠানো হয়।


ইতোমধ্যে মামলাটিকে অন্যখাতে প্রবাহিত করাতে একটি চক্র কাজ করছে এবং আসামির জামিনের জন্য তদবির শুরু করেছে। তাই রাজু হত্যার সুষ্ঠু বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন পরিবার।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার