মোস্তাফিজ কোথায় বেশি চাপে থাকেন, জানালেন পেসার শরিফুল


, আপডেট করা হয়েছে : 23-04-2024

মোস্তাফিজ কোথায় বেশি চাপে থাকেন, জানালেন পেসার শরিফুল

আইপিএলে দুর্দান্ত শুরু করেছিলেন বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে বল হাতে শুরুর দিকে ভালোভাবেই প্রমাণ করেছেন তিনি। তবে বর্তমানে কিছুটা খরুচে কাটার মাস্টার। এখন পর্যন্ত টুর্নামেন্টটির চলমান আসরে ৬ ম্যাচ খেলে ফিজ সংগ্রহ করেছেন ১১ উইকেট।


মোস্তাফিজের জাতীয় দলের সতীর্থ শরিফুল ইসলাম মনে করেন, জাতীয় দলের থেকে আইপিএলেই চাপ কম অনুভব করেন মোস্তাফিজ। 


সোমবার (২২ এপ্রিল) প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচ শেষে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন শরিফুল।


মোস্তাফিজ প্রসঙ্গে জাতীয় দলের এই তারকা পেসার বলেন, ‘আমার মনে হয় যে বাংলাদেশের থেকে আইপিএল মোস্তাফিজ ভাই ভালো উপভোগ করেন কারণ ওইখানে চাপটা কম। বাংলাদেশে হয়ত অনেক চাওয়া থাকে হয়ত একটু খারাপ হলে অনেক চাপ পড়ে যায়।’


তিনি বলেন, ‘উনি তো ধারাবাহিকভাবে পারফর্ম করছেন লাস্ট ২-৩ টা ম্যাচ হয়ত আশানুরূপ করতে পারেনি। চাপ বলতে সবার চাওয়াটা একটু বেশি থাকে কারণ লাস্ট কয়েকটা বছর তো উনি খুব ভালো পারফরম্যান্স করেছেন। উনি ভালো করছেন হয়তোবা সবার চাওয়া অনুযায়ী দুই-একটা ম্যাচে করতে পারেননি।’



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার